• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

পোকা চিহ্নিত করণ ও দমনে কৃষি বিভাগের ‘আলোকপাত’ কর্মসূচী সিরাজগঞ্জের কৃষকদের মাঝে সারা ফেলেছে

  • ''
  • প্রকাশিত ০৭ মে ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:

পোকা দমনে কৃষি বিভাগের সচেতনতা মূলক কর্মসূচী ‘আলোকপাত’ সিরাজগঞ্জের কৃষকদের মাঝে সারা ফেলেছে। পোকা মাকরের উপস্থিতি চিহ্নিত করণ ও পোকা মাকর দমনে কার্যকর পদক্ষেপ গ্রহনে ভূমিকা রাখছে এই কর্মসূচী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বোরো মওসুমে বাদামী গাছ ফরিং ( কারেন্ট পোকা),মাঝরা পোকা এবং গান্ধি পোকাসহ নানা ধরনের পোকার উপদ্রুপ বেড়ে যায়। এসব পোকা দমনে কৃষকদেরকে হিসসিম খেতে হয়।অনেক সময় অধিক ক্ষতিকর পোকা চিনতে না পারায় কৃষক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন না। ফলে ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়। পোকা দমন ও ক্ষয়ক্ষতি হ্রাস করতে কৃষি বিভাগ ‘আলোক পাত’ নামে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহন করেছে। এই কর্মসূচীর আওতায় জেলার ৯ টি উপজেলার ২৫৫ টি কৃষি ব্লকে কৃষকদেরকে নিয়ে প্রতি রবিবার সন্ধ্যা এক ঘন্টা করে কর্মসূচী পালন করা হয়। এসময় ফসলি জমির পাশে বড় পানির পাত্রের উপর বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হয়।

এতে করে বিভিন্ন ধরনের পোকা সেই পানির পাত্রে জমা হয়। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা পাশ্ববর্তী এলাকার কৃষকদেরকে সেখানে ডেকে নিয়ে আসেন এবং এসব পোকার মধ্যে কোনটি কি ধরনের পোকা এবং কি ধরনের ক্ষয়ক্ষতি করে তা চিহ্নিত করে কৃষকদেরকে অবহিত করেন। একই সংগে ক্ষতিকর পোকা দমনে কি ধরনের ব্যবস্থা গ্রহন করতে হবে তাও কৃষকদের জানিয়ে দেন। কৃষককুল কৃষি কর্মকতাদের পরামর্শ মোতাবেক পোকা দমনে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করেন।এতে করে ফসলের ক্ষয়ক্ষতি কম হয়। সদর উপজেলার বহুলী গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন পোকা দমনে কৃষি বিভাগের আলোকপাত কর্মসূচী থেকে এলাকার কৃষকরা উপকৃত হচ্ছে। পোকা চিহ্নিত করণ ও দমনে ব্যবস্থা নিতে তাদের জন্য সহজ হচ্ছে।

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা সানাউল্লা বলেন পোকা চিহ্নিত করণ ও দমনে এই ‘আলোকপাত ’ কর্মসূচী কৃষকদের মাঝে বেশ সারা ফেলেছে। তারা প্রতি রবিবার সন্ধ্যায় দল বেধে ফসলি জমির পাশে বড় পানির পাত্রের উপর বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা স্থানে জমায়েত হন এবং পোকা দমনে কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করেন। কৃষি অধিদপ্তরের উপপরিচালক (দায়িত্ব প্রাপ্ত) এ কে এম মফিদুল ইসলাম বলেন ,অল্প দিনেই কৃষি বিভাগের এই আলোকপাত কর্মসূচী পোকা দমনে কার্যকর ভূমিকা রাখছে। কৃষক উপকৃত হচ্ছে। হ্্রাস পাচ্ছে পোকার ক্ষয়ক্ষতি। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে প্রতি মওসুমেই এই সচেতনতামূলক র্কাযক্রম চালু রাখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads